কিশোরগঞ্জের ভৈরবে বিএনপির প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আজ সকালে কমলপুরের বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে স্মরণ সভা, দোয়া মাহফিল ও কালো ব্যাজধারন করা হয়েছে। স্মরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ শাহীন, সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান প্রমুখ। এসময় বিএনপি’র অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ নিবেনা বিএনপি। এ সরকারকে আন্দোলনের মাধ্যমে বিধায় করা হবে। সেজন্য আগামী আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অংশ নেয়ার আহ্বান জানান। স্মরণ সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বার্তাবাজার/এম আই