ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন কর্তৃক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কর্মকর্তাদের ডাইরেক্ট ডাটা স্যলুশন বিষয়ে দুই দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৬ ও ৭ ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন কর্তৃক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিপনন ও বিক্রয়, আইটি, একাউন্টস, সেন্ট্রাল কন্ট্রোল, কর্পোরেট প্লানিং ও একাউন্টস বিভাগের কর্মকর্তাদের ডাইরেক্ট ডাটা স্যলুশন বিষয়ে অনলাইনে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম ( অতিরিক্ত সচিব)।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পরিচালক বিপনন ও বিক্রয় মোহাম্মদ সালাউদ্দিন এর উপস্থিতে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অনলাইনে প্রশিক্ষণ প্রদান করেন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন এর প্রশিক্ষক বিশাল দেহিয়া এবং মনীশ নায়ার।

উল্লেখ্য, ডাইরেক্ট ডাটা স্যলুশন এর মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সঠিক মার্কেট রিসার্চ এর মাধ্যমে সঠিক ফ্লিট প্লানিং করতে পারবে। এছাড়া এই সিস্টেমের সাহায্যে এয়ারলাইন্স সমুহের প্যাসেঞ্জার পরিসংখ্যান, রেভিনিউ এনালাইসিস করা, রেভিনিউ ম্যানেজমেন্ট, বিক্রয়ের পরিসংখ্যান, এজেন্সির বিক্রয় ও অন্যান্য প্রয়োজনীয় পরিসংখ্যান এনালাইসিস এর মাধ্যমে লাভজনক গন্তব্য ও ভবিষ্যৎ লাভজনক গন্তব্য নির্ধারণ করা সম্ভব হবে।

প্রসঙ্গত আরও উল্লেখ্য, গত ৩০ আগস্ট ২০২৩ তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন এর মধ্যে ডাইরেক্ট ডাটা স্যলুশন এগ্রিমেন্ট সম্পাদিত হয়।

বার্তা বাজার/জে আই