ঢাকার সাভারের আশুলিয়ায় এক ডেইরি ফার্ম মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে আশুলিয়ার উত্তর ডেন্ডাবর এলাকার লিপি ডেইরি ফার্মের ভিতরে নিহত কাজিম উদ্দিন (৫০) নামের ফার্ম মালিকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কাজিম উদ্দিন মাদবর ঢাকার আশুলিয়ার ডেন্ডাবর উত্তরপাড়া এলাকার ওয়াজ উদ্দিন মাদবরের ছেলে। তিনি ওই এলাকার লিপি ডেইরি ফার্মের মালিক।

লিপি ডেইরী ফার্মের রাখাল আব্বাস আলীর বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত কাজিম উদ্দিন প্রতিদিন সকাল থেকে বিকাল পযর্ন্ত তিনি ওই ফার্মে কাজ করেন। বুধবার সকালে আব্বাস আলী ফার্মে এসে রুমে তালা দেওয়া দেখতে পান। পরে মালিকের স্ত্রী এসে রুমের তালা খুলেই কান্না শুরু করেন। এসময় আব্বাস আলী এগিয়ে এসে বিছানায় কোট-প্যান্ট পরিহিত ফার্মের মালিকের রক্তাক্ত গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে আশুলিয়া থানায় খবর দেয়া হলে পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এব্যাপারে, আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। হত্যাকান্ডের রহস্য উন্মোচনে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

বার্তা বাজার/জে আই