আসন্ন সাভার উপজেলা পরিষদের নির্বাচনে কোনো সন্ত্রাসী, ভূমিদস্যু এবং চাঁদাবাজের ভোটের তার দরকার নাই বলে জানিয়েছেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। শনিবার (৩রা ফেব্রুয়ারি) বিকালে স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের ঘোড়াপীর এলাকায় আলহাজ্ব জাফর বেপারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪ এর উদ্বোধকের বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, বিগত পাঁচ বছর উপজেলা চেয়ারম্যান থাকাকালীন আমি অন্যায়ের বিরুদ্ধে কঠোর হয়েছি। এছাড়া জ্ঞানত আমি কোনো ভুল বা অন্যায় করিনি। আমি একটা কথা পরিস্কার বলে দিতে চাই, মাননীয় সংসদ সদস্যকে সামনে নিয়ে সাভার উপজেলার সকল জনপ্রতিনিধি, শিক্ষানুরাগী ও মুরব্বীদের সাথে নিয়ে সবাই মিলে সাভারে একটা সুস্থ ধারার রাজনীতি আমরা প্রতিষ্ঠা করবো। যেখানে কোনো চাঁদাবাজি, ভূমি দস্যুতা, জবরদখল, সন্ত্রাসী কর্মকান্ড থাকবে না- এমন একটা সাভার আমরা প্রতিষ্ঠা করতে চাই।
এপ্রসঙ্গে মঞ্জুরুল আলম রাজীব দ্যর্থহীনভাবে ঘোষণা করেন, ‘সাভার উপজেলা পরিষদের নির্বাচনে আমার কোনো সন্ত্রাসী, কোনো ভূমিদস্যুর সমর্থনের দরকার নাই। কোনো চাঁদাবাজের দরকার নাই। আমার নির্বাচনে তাদের কোনো সমর্থন এমনকি তাদের ভোটেরও আমার দরকার নাই। আপনারা দোয়া রাখবেন- আমি যেন আমার কথা রাখতে পারি।’
আলহাজ্ব জাফরউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান এবং ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ সুমন ভূঁইয়া।