সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এর সমর্থনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাভার পৌর এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। শনিবার (৩রা ফেব্রুয়ারি) বিকাল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত সাভার পৌরসভার ৮নং ওয়ার্ডে এই গণসংযোগ চলে।
স্থানীয় আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই গণসংযোগে রাজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির পালোয়ান, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আব্দুর রব খান সজীব, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি শফিউল বাশার শফিক, রাজিম ভূইয়া মিশু, সাভার পৌর ছাত্রলীগ সাবেক সভাপতি আতাউর রহমান অভি, সাভার থানা যুবলীগ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সবুজ, সাভার থানা ছাত্রলীগ সহ-সভাপতি নিজামুদ্দিন টিপু, সাভার থানা যুব মহিলা লীগ সভাপতি লিজা আক্তার, সাভার সরকারি কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাঈফ আহমেদ নাসিম সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত পাঁচ বছর ধরে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। তাঁর এই সময়কালে একটি অবহেলিত ও অনগ্রসর উপজেলা থেকে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন সহ সাভার উপজেলা বাংলাদেশের অন্যতম একটি প্রধান উপজেলায় পরিণত হয়েছে। এজন্য আগামী সাভার উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান হিসাবে মঞ্জুরুল আলম রাজীব এর কোনো বিকল্প নেই বলে মনে করেন স্থানীয় আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।