নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৯ মে) সকালে ওয়ালিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এই উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে বাজেটে ঘোষণা করেন ইউপি সচিব আরিফুল ইসলাম। বাজেটে সম্ভাব্য আয় ধরা হয় ২ কোটি ৪৩ লক্ষ ৫৯ হাজার ৬৬০ টাকা। সম্ভাব্য ব্যয় ধরা হয় ২ কোটি ৩৯ লক্ষ ৬৫ হাজার ৬৬০ টাকা। সম্ভাব্য উদ্বৃতি ধরা হয় ৩লক্ষ ৯৪ হাজার টাকা।
এসময় উপস্থিত ছিলেন, ওয়ালিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা বেলাল হোসেন, ওয়ালিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক আক্তারুজ্জামান, সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ইদ্রিস আলী মোল্লা, সাবেক শিক্ষক কৃষ্ণ কমলসহ ইউপি সদস্য ও স্থানীয়রা।
বার্তাবাজার/এম আই