কক্সবাজারে স্থানীয় মানুষের চেয়ে রোহিঙ্গাদের সংখ্যা পাঁচ গুণ বেড়ে গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, তারা স্থানীয়দের চাকরি নিয়ে নিচ্ছে। কয়েক দিন পর স্থানীয় মানুষজন রোহিঙ্গাদের বিরুদ্ধে খেপে উঠবে।

সোমবার (২৯ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে এখনও সহায়ক পরিস্থিতি তৈরি হয়নি— এমন কথা যারা বলে, তারা রোহিঙ্গাদের নিয়ে যাক। আমি সব দেশকে বলেছি রোহিঙ্গাদের নিয়ে যেতে। কানাডা বলল, তারা নেবে। কিন্তু এখন পর্যন্ত মাত্র ৯ জন নিয়েছে। যুক্তরাষ্ট্র নিয়েছে মাত্র ৬২ জন। কোথায় ২০-৩০ হাজার করে প্রতি বছর নেবে, তার ধারে কাছে নেই।

তিনি বলেন, প্রতি বছর রোহিঙ্গাদের পেছনে আমাদের ১.৯ বিলিয়ন মার্কিন ডলার (১৯০ কোটি) খরচ হচ্ছে। এ ছাড়াও অবকাঠামো বানাতে হয়েছে তাদের জন্য। সবমিলিয়ে আমরা চাই, তারা ফেরত যাক।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলতেই চীনা উপ-পরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছিলেন। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রীকে আমরা আমাদের বক্তব্য জানিয়েছি। আমাদের অগ্রাধিকার হচ্ছে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো।

বার্তাবাজার/এম আই