মানারাত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় রাখার দাবিতে আন্দোলন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২৯ মে) দুপুরে মানারাত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় সাধারণ ছাত্র-ছাত্রীরা একটি মিছিল বের করে। মিছিলটি গোলাপ চত্বর থেকে মূল রাস্তা হয়ে একাডেমিক ভবনে এসে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা নিজেদের দাবিগুলো তুলে ধরেন।

শিক্ষার্থীরা জানান, আমরা আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দেখে ভর্তি হয়েছি। কিন্তু অথরিটি এখন ক্যাম্পাস স্থানান্তরের ঘোষণা দিয়েছে, যা আইনগতভাবে প্রতারণার অংশ। আবার গুলশান ক্যাম্পাসে নেই পর্যাপ্ত ক্লাস রুমের ব্যবস্থা। যেটা আমাদের শিক্ষা গ্রহণকে চরমভাবে ব্যাহত করবে।

উদ্বেগ প্রকাশ করে শিক্ষার্থীরা জানান, গুলশান ক্যাম্পাসের কোন আইনগত কোন বৈধতা নেই। গুলশান ক্যাম্পাস নিয়ে মামলা চলমান। এমতাবস্থায় সেখানে ক্যাম্পাস স্থানান্তরের চিন্তা হাজার হাজার ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার এবং ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলার সামিল।

এসময় শিক্ষার্থীরা আরো বলেন, আমাদের কয়েকটি ডিপার্টমেন্টের ল্যাবরেটরি বাধ্যতামূলক। যেখানে পর্যাপ্ত ক্লাস রুমই নাই, সেখানে ল্যাবরেটরি তো বিলাসিতা। কিন্তু সেটা ছাড়া আমাদের শিক্ষা গ্রহণ সম্ভব নয়।

এছাড়াও তারা বলেন, গুলশানের মতো জনবহুল এলাকায় যাতায়াতে পোহাতে হবে বিশাল বিশাল জ্যামের ধকল। এরপর আর ক্লাস রুমে মনযোগ দেওয়ার মতো শারীরিক এবং মানসিক অবস্থা থাকে না। ছোট ওই ক্যাম্পাসে নেই খেলার মাঠও। তাছাড়া আমাদের থাকা ও খাওয়ার ব্যয়ভারও অনেক বেড়ে যাবে।

শেষে তারা অথরিটির কাছে শিক্ষার্থীদের সাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

বার্তাবাজার/এম আই