পটুয়াখালীর রাঙ্গাবালীতে রাতের আধারে মৎস্য খামারে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে বিপুল পরিমাণ মাছ মারা গেছে। প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় চাষীরা।
গত রবিবার রাতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নয়াভাংগনী যৌথ মাছ চাষ প্রকল্পে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিভিন্ন জাতের প্রায় দশ লাখ টাকার রুই,কাতল,চাইনিজ পুটি,মিক্রা মাছের ক্ষতি করা হয়েছে বলে দাবি মৎস্য চাষির। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিরা হলেন উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নয়াভাংগুনির গ্রামের হামজেলা হাওলাদার (৩৫) জোবায়ের মৃধা (২৭) ও মনির হাওলাদার (৩০)।
স্থানীয় ও খামারের মালিক সুত্রে জানা যায়, সোমবার সকালে স্থানীয় আবুল কালাম দেখতে পান বিষ প্রয়োগের কারণে মাছের ঘেরের বিভিন্ন প্রজাতের মাছ মরে ভেসে উঠেছে। পরে সে ঘের মালিকদের কে খবর দেন।
মৎস্য খামারের মালিক মনির হাওলাদার বলেন, সকালে আমাকে ঘেরের পাশে থাকে কালাম সে আমাকে ফোন দিয়ে বলে তোর ঘেরের মাছ মরে যায় আমি খবর পেয়ে এসে দেখি আমার ঘেরের মাছ লাফাইয়া লাফাইয়া তরে(তীরে) উঠে। এত বড় ক্ষতিটা কে করলো জানিনা এতে আমার প্রায় ১০ লখ টাকার ক্ষতি হবে।আমি ব্যাংক থেকে লোন (ঋণ) করে এই ঘের করছি। আমার সংসার এই ঘের দিয়েই চলে এখন আমি কি করবো জানিনা।
এ ঘটনায় অজ্ঞাত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সোমবার (২৯ মে) রাঙ্গাবালী থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী হামজেলা হাওলাদার।
রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) সালাম মোল্লা বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে পুলিশ পাঠিয়েছি।
বার্তাবাজার/এম আই