পাবনায় আর. এম একাডেমি স্কুল এন্ড কলেজ শিক্ষার্থী মনিরুজ্জামান মনিকে পরিকল্পিত হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ মে) সকাল ১০টায় আর. এম একাডেমি স্কুল এন্ড কলেজের উদ্যোগে স্কুল মাঠে প্রঙ্গণে ঘন্টাব্যাপী এই মানববন্ধন হয়।

এসময় মানববন্ধনে বক্তব্যে দেন, আর.এম একাডেমি স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক আফজাল হোসেন, নিহত মনির বড় বোন মনিরা খাতুন শম্পা।

বক্তব্যে তারা বলেন, রাধানগর মজুমদার একাডেমি স্কুল এন্ড কলেজ এর ২০২৩ সালের এস.এস.সি পরিক্ষার্থী মনিরুজ্জামান মনি ৬ টি পরীক্ষায় অংশ নেয়। এরপর সে আর পরীক্ষা দিতে পারেনি। ফেসবুকের মাধ্যমে বাগেরহাটের মিশুকাতুল মনির মহুয়া নামে এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে৷ গত ২২ এপ্রিল বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে বেড়াতে গেলে মেয়েটির পরিবার মনিকে আটক করে বিয়ে দেয়। গত ১৮ মে সেখানকার পুলিশ জানায় মনি আত্মহত্যা করেছে।

পরিবারের স্বজনদের অভিযোগ, মনিকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর অপচেষ্টা করছে। পুলিশও তাদের পক্ষে কাজ করছে। ঘটনাে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় এনে হত্যাকারীদের শাস্তির দাবি জানান শিক্ষক শিক্ষার্থীসহ স্বজনরা।

বার্তাবাজর/এম আই