উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ মে) সকাল ১০টায় এ ভোট গ্রহণ শুরু হয় এবং বিকেল ৪ টা পর্যন্ত চলবে এ ভোট গ্রহণ। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫ টি পদে মোট ২৬ জন প্রতিদ্বন্দ্বীতা করলেও কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন প্রফেসর ড. মামুনুর রশীদ। ২৫০ জন শিক্ষক এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
তবে এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের পাশাপাশি বিএনপি সমর্থিত সাদা দলের শিক্ষকরাও অংশগ্রহণ করছেন। তবে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের মধ্যে আন্তঃ কোন্দলের কারণে সভাপতি ও কোষাধ্যক্ষ পদসহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দিতে পারা যায়নি বলে জানান বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সদস্যরা।
এদিকে ভোট দিতে আশা শিক্ষকরা জানান, কোন প্রকার ঝামেলা ছাড়াই সবাই সুষ্ঠু ভাবে ভোট দিতে পারছেন তারা।
বার্তাবাজার/এম আই