সাদা ও লাল তিন সংস্করণের সিরিজ খেলতে আগামী ১০ জুন বাংলাদেশে আসছে আফগানিস্তান। এই সিরিজ সামনে রেখে আজ থেকে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। তিন সংস্করণের সিরিজের জন্য টিম ম্যানেজমেন্টকে ২৬ জনের একটা দল দেওয়া হয়েছে।

এই দলে নেই মাহমুদউল্লাহ রিয়াদের নাম। এমনিতে গত দুই সিরিজের দলে ছিলেন না মাহমুদউল্লাহ। ধারণা করা হচ্ছিল, বিশ্বকাপ ভাবনায় না থাকায় তাঁকে ছাড়াই পরিকল্পনায় এগোচ্ছে বাংলাদেশ। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও দল সংশ্লিষ্টদের কথাবার্তায় অবশ্য মাহমুদউল্লাহকে নিয়ে ভিন্ন বার্তাই পাওয়া যাচ্ছিল। তবে আফগান সিরিজের প্রাথমিক স্কোয়াডে অবশ্য তাঁদের কথার ছাপ পাওয়া যায়নি।

আজ ক্যাম্পের প্রথম দিন বাংলাদেশ দলের অনুশীলনের ফাঁকে দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল ক্যাম্পে মাহমুদউল্লাহ আছেন কি না প্রশ্নে সংবাদমাধ্যমকে বলেছেন, থাকলে তো অনুশীলনেই দেখা যেত (মাহমুদউল্লাহ)। নাফিস আরও যোগ করেন, আজ প্রথমে লাল বলের অনুশীলন হয়েছে। এখন সাদা বলের খেলোয়াড়েরা অনুশীলন করেছে। দল দেওয়ার পর আলাদাভাবে অনুশীলন হবে।

বার্তাবাজার/এম আই