মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ড রাজ্যের অতিবৃষ্টির কারণে ব্লু ভ্যালি কাম্পুং রাজা এলাকায় পাহাড় ধসে ৩ জন মায়ানমারের অভিবাসী শ্রমিক মাটিচাপা পড়ে নিহত হয়েছেন। এরা সবাই সেখানে সবজির কৃষি খামারের শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে । গতকাল সারাদিন উদ্ধার অভিযান চালিয়ে ২ জনের মরদেহ এবং আজ শনিবার দুপুরে ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশি করে আরও একজন সহ মোট তিনজনের মরদেহ উদ্ধার করেছে দেশটির যৌথ ফায়ার এন্ড রেসকিউ টিম বোম্বা।

নিহত ৩ শ্রমিকই মায়ানমারের অভিবাসী শ্রমিক। এসময় নারী সহ ৫ জন মাটিচাপা পড়েন। কুয়ালালামপুরে সারা বছর ৩৩° ডিগ্রি গড়ম আবহাওয়া বিরাজ করলেও কুয়ালালামপুর থেকে শতাধিক কিলোমিটার দূরে অবস্থিত এই ক্যামেরুন হাইল্যান্ড এ সারা বছর তীব্র শীত থাকে। তাই এখানে শীতের সব সবজি, চা পাতা, স্ট্রবেড়ি চাষ করা হয়ে থাকে। নিহতরা হলেন, ৫৬ বছর বয়সী শিং লহার, ৩৭ বছর বয়সী উম মিউ, ২৫ বছর বয়সী একজন তরুণী থাং মং।

এই ৩ জনের লাশ উদ্ধার করার পর ফরেনসিক রিপোর্ট তৈরী করার জন্ মরদেহ গুলো কে সুলতানাহ হাজাহ হাসপাতাল কলসম ক্যামেরুন হাইল্যান্ডে পাঠানো হয়।

এর আগে, গতকাল ভোর ৩ টার দিকে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের দখলে থাকা বাড়িটিতে এক নারীসহ পাঁচজন মিয়ানমারের নাগরিক চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে শনিবার সন্ধ্যায় প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে দেশটির ফায়ার এন্ড রেসকিউ টিম বোম্বা। উল্লেখ, এই ক্যামেরুন হাইল্যান্ডে সারা বছর শীতকাল হওয়ায় সেখানে বাংলাদেশী সবজি উৎপাদন করতে লক্ষাধিক বাংলাদেশী শ্রমিক কর্মরত আছেন বলে জানা গেছে।

বার্তা বাজার/জে আই