জাতির পিতা বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ মে) লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড মতিয়ার রহমান, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, সিভিল সার্জেন নির্মলেন্দু, বীর প্রতীক ক্যাপ্টেন অবঃ আজিজুল ইসলাম হক প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফরোজা খাতুন। আলোচনায় সভায় বক্তারা জুলিও কুরি পদক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারি ও শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এম আই