লালমনিরহাট সদর থানাধীন তিস্তা পুলিশ চেকপোষ্টে তল্লাশিকালে চাউলের বস্তা থেকে ৩৮ লক্ষ টাকা সহ একজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৮ মে) দুপুরে কুড়িগ্রাম হতে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাসে তিস্তা টোল প্লাজা এলাকায় তল্লাসী চালিয়ে ৩৮ লাখ টাকাসহ মমিনুল নামের এক ব্যক্তিকে আটক করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

পুলিশের একটি সূত্র জানায়, তিস্তা টোল প্লাজায় সদর থানা পুলিশের নিয়মিত তল্লাসী অভিযান চলছিল। এ সময় কুড়িগ্রাম থেকে ছেরে আসা নাবিল পরিবহনের বাসের লকারের ভিতরে একটি বস্তা দেখে সেটির মালিককে জিজ্ঞেস করা হয় সেটিতে কি রয়েছে তখন তিনি জানান সেখানে শুধু চাউল আছে। পরে পুলিশের সন্দেহ হলে স্থানীয় লোকজন ও বাসের যাত্রীর সামনে বস্তার মুখ খুললে সেখানে নগদ ৩৮ লাখ টাকা পাওয়া যায়।

পরবর্তীতে মমিনুলকে জিজ্ঞাসাবাদে তিনি জানান, ওই টাকা তার নয়, ওই টাকা উলিপুরের অন্বেষা ট্রেডার্স এর মালিক শাহিন আলমগীরের। তিনি কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, এবং এম এস কলেজ কুড়িগ্রাম এর প্রভাষক। এছড়া তিনি ঠিকাদারীর রড-সিমেন্টের সরবরাহ করতেন। সেই ব্যবসায়ের ৩৮ লক্ষ টাকা নিরাপত্তার জন্য তিনি চাউলের বস্তায় করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। মমিনুলের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার তবকপুর গ্রামে। তিনি স্থানীয় ছাবেদ আলী মন্ডলের পুত্র।

ডিউটিরত সদর থানার এসআই (নিঃ) আঙ্গুর মিয়া জানান, নিয়মিত তল্লাশি করার সময় বাসে লকারে চাউলের বস্তা পাওয়া যায় সেটিতে তল্লাসী করে ৩৮ লক্ষ টাকা পাওয়া গেছে। তবে ওই টাকা তার মালিকের আলমগীরের বলে জানিয়েছে আটককৃত মমিনুল।

এ বিষয়ে সদর থানার অফিস ইনচার্জ এরশাদুল আলম জানান, আটকৃত ব্যক্তিকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় নিয়ে আসা হয়েছে জিজ্ঞাসাবাদ এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/এম আই