নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী পৌর বাণিজ্য মেলা উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৮ মে) বিকালে পৌরসভার মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি।
পৌর প্যানেল মেয়র মোঃ নাহিদ সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন ও কোষাধ্যক্ষ মো সেলিম মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এড ইউনুস আলী ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি আল আমিন ভূইয়া মাসুদ ও সাধারণ সম্পাদক রিয়াজ মুর্শেদ খান রাসেল, মেলা আয়োজক কমিটির আহ্বায়ক মেহেদী মোল্লা, পৌর নির্বাহী কর্মকর্তা মো মনিরুল ইসলাম প্রমূখ।
বার্তাবাজার/এম আই