কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নে সৈয়দপুর গ্রামের মুন্সী বাড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সাথে দেখা করেছেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার সকালে তিনি অগ্নিকান্ডে পুড়ে যাওয়া বাড়িগুলো পরিদর্শন করেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সমবেদনা জানান ও পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের খাবারের জন্য ২০ হাজার টাকা, ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সুমনের চিকিৎসার জন্য ২০হাজার টাকা ও অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া হাজেরা বেগমকে ১০ হাজার টাকা প্রদানসহ তার চিকিৎসার দায়িত্ব নেন সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। এছাড়া ৮টি পরিবারের ঘর নির্মাণের জন্য ৪০ বান টিন দেওয়া ঘোষণাসহ প্রয়োনীয় সহায়তার আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

উল্লেখ্য- গত ২৪ জানুয়ারী মঙ্গলবার রাত পৌনে একটায় উপজেলার রাজামেহার ইউনিয়নে সৈয়দপুর গ্রামের মুন্সী বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গবাদিপশুসহ ৮টি পরিবারের ১৪ টি ঘর অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

বার্তা বাজার/জে আই