ঢাকার সাভার উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা সভা এবং উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ মে) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে সভা দু’টি সম্পন্ন হয়।

সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এই কমিটির উপদেষ্টা সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

সভায় সাভার উপজেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সহ এর উন্নতিকল্পে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এদিকে, রোববার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে সাভার উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাজহারুল ইসলাম।

মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় এসময় আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা, সাভার ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইসমাইল হোসেন, সাভার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান, সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাভার মডেল থানা ও আশুলিয়া থানার প্রতিনিধিগণ এবং সাভার উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।

বার্তাবাজার/এমআই