‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যে ঢাকার কেরানীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ পালিত হয়েছে।
এ উপলক্ষে বেলা ১২টায় কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) ভূমি অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) এর সহকারী কমিশনার (ভূমি) আমেনা মারজানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফয়সল বিন করিম।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. আমিনুল ইসলাম, সার্ভেয়ার মো. আব্দুল মজিদ ও জহিরুল ইসলাম, ভূমি সহকারী কর্মকর্তা, রঞ্জিত চন্দ্র ও মো. আলাউদ্দিনসহ অনেকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করা স্মার্ট ভূমি সেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমি সেবা বিষয়ে সবাইকে সঠিকভাবে অবগত করা ও ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারের সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই এ বছরের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।
উল্লেখ্য, গত ২২ তারিখে এই সেবা সপ্তাহ শুরু হয়ে আজ ২৮মে পর্যন্ত চলে।
বার্তাবাজার/এম আই