দিনাজপুরের ঘোড়াঘাটে চোলাই মদ ও গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জব্দ করা হয়েছে ১৫০ লিটার মদ এবং ১৫০ গ্রাম গাঁজা।

শনিবার রাতে উপপরিদর্শক মোজাফ্ফর রহমান ও লিখন কুমার পৃথক দুটি অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তারা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দুটি মামলা করে।

গ্রেপ্তার আসামিরা হলেন, উপজেলার বিরাহীমপুর-গারোপাড়া গ্রামের পুতুল সরেনের স্ত্রী মনি বিশরা (৫০) এবং কলাবাড়ী গ্রামের মৃত ফজলার রহমান মন্ডলের ছেলে মোফাজ্জল হোসেন মন্ডল (৬১)।

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১০টার সময় বিরামহীমপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় গ্রেপ্তার মনি বিশরার নিজ বাড়ি থেকে দুটি বালতি, একটি পাতিল এবং দুটি বোতলে রাখা ১৫০ লিটার চোলাই মদ জব্দ করে এবং মনি বিশরাকে আটক করা হয়। একইদিন রাত সাড়ে ১১টার সময় গ্রেপ্তার মোফাজ্জল হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় গ্রেপ্তার মোফাজ্জলে নিজ ঘর থেকে ১৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, জব্দ করা মাদকদ্রব্য গুলোর আনুমানিক বাজারমূল্য ২২ হাজার টাকা। গ্রেপ্তার দুই আসামিকে রবিবার সকালে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এমআই