পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা গুডনেইবারস বাংলাদেশের উদ্যোগে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত হয়েছে।
রবিবার (২৮মে) বিকেলে সংস্থাটির কলাপাড়া কমিউনিটি ডেভলপমেন্ট প্রজেক্ট এর আওতায় ২০২০ সালের মধ্যে ঋতু জীবনের একটি স্বাভাবিক ঘটনা করে তোলা প্রতিপাদ্যকে সামনে রেখে মোয়াজ্জেমপুর সালেহিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গনে ইউনিয়নের বিভিন্ন স্কুল শিক্ষার্থী,অভিভাবক,শিক্ষক ও বিভিন্ন সরকারী কর্মকর্তাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গুড নেইবারস কলাপাড়া সিডিপির ম্যানেজার কে এম আবুল ফাত্তাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়াকাটা সরকারী হাসপাতালের মেডিকেল অফিসার ডা.মুমসাদ সায়েম পুনম,মোয়াজ্জেমপুর সালেহিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল আবু বক্কর সিদ্দিক,কলাপাড়া কমিউনিটি ডেভলপমেন্ট প্রজেক্ট এর হেল্থ অফিসার পঙ্কজ কুমার।
এসময় অনুষ্ঠানে সকল অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়। তাছাড়া মাসিককালীন স্বাস্থ্যবিধি এবং পরিচর্যা নিয়ে বিষদ আলোচনা করা হয়।
বার্তাবাজার/এম আই