হিলি জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান।

রবিবার (২৮ মে) দুপুরে তিনি ভারত-বাংলাদেশ শূন্য রেখায় পৌছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা।

পরে বিজিবি মহাপরিচালক শূন্য রেখায় ভারত অভ্যান্তরে ২৮৫/১১ নাম্বার পিলারে বিএসএফ কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। এতে বিএসএফের রায়গঞ্জ সার্কেলের ডিআইজি কুলওয়ান্ত রায় শার্মা এবং রায়গঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক বিপিন কুপার সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় শেষে বিজিবি মহাপরিচালককে সম্মাননা ক্রেষ্ট প্রদান করে বিএসএফ এবং বিজিবির পক্ষ থেকে বিএসএফ কর্মকর্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিজিবি মহাপরিচালক।

এসময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝে সম্পর্ক আরো দৃঢ় হচ্ছে। বিভিন্ন সময় আমরা উভয় বাহিনী আলোচনার মাধ্যমে নিজেদের বিভিন্ন সমস্যা নিরসন করছি। আগামী দিনেও আমরা এভাবেই কাজ করে যাবো।

এতে বিজিবির রংপুর রিজিয়নাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোরশেদ আলম, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল রাসেদ আসগর এবং জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এম আই