কুয়ালালামপুরের একটি অভিজাত হোটেলে রবিবার (২১ জানুয়ারি) মালেশিয়াস্থ বৃহত্তর বরিশাল সমিতির নবগঠিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও প্রবাসী বাংলাদেশী কমিউনিটি, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতমিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহত্তর বরিশাল সমিতি মালয়েশিয়ার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এস এম রহমান পারভেজ এর সভাপতিত্বে, দপ্তর সম্পাদক এম ফরহাদ হোসেন ও প্রচার সম্পাদক বাদল কারার এর সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলোয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সভাপতি মঞ্জু খাঁ ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেনের নেতৃত্বে ১০১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির তালিকা প্রকাশ করেন নতুন কমিটি উপদেষ্টা এস এম রহমান পারভেজ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সভাপতি আরটিভির মোস্তফা ইমরান রাজু, বার্তা বাজার এর মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন, চাঁদপুর সমিতির সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব, কমিউনিটি নেতা রাশেদ বাদল, বিশিষ্ট ব্যবসায়ী মো. জসিম উদ্দিন, রমজান আলী, মালয়েশিয়াস্থ ফেনী সমিতির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম হিরন, কমিউনিটি নেতা এম এইচ জুয়েলসহ আরও বক্তব্য রাখেন বৃহত্তর বরিশাল সমিতির সভাপতি মঞ্জু খাঁ, সিনিয়র সহ-সভাপতি মির্জা সালাউদ্দিন, সাধারণ সম্পাদক, শাখাওয়াত হোসেন, সুলতান বিন সিরাজ, মারুফ, কে এ সবুজসহ সাবেক-বর্তমান অনেক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর সমিতির সিনিয়র সহ সভাপতি এম কালাম, সদস্য নাসির মোল্লা, বৃহত্তর বরিশাল সমিতির উপদেষ্টা মোশাররফ হোসেন, সহসভাপতি আজাদ, যুগ্মসাধারণ সম্পাদক ডা: সাইফুল ইসলাম পারভেজ, মোহাম্মদ হেলাল, এছাড়াও উপস্থিত ছিলেন, আলাউদ্দিন, রিয়াজ হাওলাদার, ইমরান, শামীম, সুলতান মল্লিক, রিয়াজ মাহমুদ, মোঃ মিজান, মোহাম্মদ ফরিদ উদ্দিন, মো:হেদায়েত হোসেন, মো:সাকির হোসেন, মো:আলমগীর হোসেন শাহীন, মোঃ মাসুদ হাওলাদার, তালেব মোল্লা, আব্দুল কাদেরসহ আরও অনেকে।

অনুষ্ঠানের বক্তারা এ সংগঠনটির নতুন নেতৃত্বতে বৃহত্তর বরিশাল অঞ্চলের মালয়েশিয়া প্রবাসীদের নানাবিধ সমস্যা সমাধানের লক্ষে ও সম্ভাবনাময় যেকোন উদ্যোগের সাথে নিবিড়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রবাসী বাংলাদেশী কমিউনিটি সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনটি যেন আগামী দিনে প্রবাসীদের জন্য বিভিন্ন কল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করেন সে আশাবাদ ব্যক্ত করেন।

বার্তাবাজার/এম আই