টিকিট কেটে পটুয়াখালী শিল্প ও বাণিজ্য মেলা ২০২৩ পরিদর্শন করলেন এসপি সাইদুল ইসলাম বিপিএম পিপিএম। শনিবার (২৭ মে) রাত ৯টায় ঝাউতলা মাঠের শেখ রাসেল শিশুপার্ক সংলগ্ন স্থানে এ মেলা পরিদর্শন করেন তিনি।
এসময় তিনি মেলার গেটের সামনে লাইনে দাড়িয়ে প্রথমেই টিকিট কেটে মেলার ভেতরে প্রবেশ করেন। পরে মেলায় আশা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং দোকান মালিকদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ে কথা বলেন। তাদের কোন রকম সমস্যা আছে কিনা সেবিষয়ে জিজ্ঞেসা করেন। কোন ব্যক্তি বা কোন নেতাকে চাঁদা দেয়া লাগে কিনা সে বিষয়ে জিজ্ঞেসা করেন এবং দোকান মালিকরা জানান তাদের কাউকে চাঁদা দেয়া লাগে না।
মেলা পরিদর্শন শেষে এসপি সাইদুল ইসলাম বিপিএম পিপিএম উপস্থিত সাংবাদিকদের জানান, পটুয়াখালী বাসীর সর্বস্তরের জনগণের জন্যই এই শিল্প ও বানিজ্য মেলা। তাই মেলার ভেতরে ও বাহিরের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আমাদের। আপনি নিজে লাইনে দাড়িয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলেন এমনটা সাংবাদিকরা জিজ্ঞেসা করলে এসপি সাইদুল ইসলাম বলেন, আসলে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রথমেই আমাদের নৈতিকতা ও মানবিকতার মূল্যবোধ থাকতে হবে। না হলে স্মার্ট বাংলাদেশ গড়া যাবে না। বিদেশে কোন ব্যক্তি তারা তাদের ক্ষমতা দেখায় না বরং তারা আইন শৃঙ্খলা মেনে চলে আর তার জন্যই তারা আজ উন্নত দেশে পরিনত হয়েছে।
তিনি আরো বলেন, আসলে আমি একটা মেসেজ পেয়েছি যে মেলায় আসা অনেকেই নেতা বা ব্যক্তির পরিচয় দিয়ে টিকিট না কেটে ভেতরে প্রবেশ করে।যারা এ ধরনের কাজ করে এবং মেলার ভেতরে প্রবেশ করে তারা ভাল মন মানসিকতার লোক না। তাই সবাইকে তিনি আইন মেনে ও সবাইকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করার আহবান জানান তিনি।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম ও সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মনিরুজ্জামানসহ মেলা পরিচালনা কমিটির লোকজন উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এম আই