টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে দেউলাবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ি নামক স্থানে মাহেন্দ্র-ট্যাংক লরি মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত।বৃহস্পতিবার(১৮জানুয়ারী) রাত ৮টার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ধনবাড়ী উপজেলা বর্ণি গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম(৫৫)তিনি ঘাটাইল আশা এনজিওর ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।অপর জন দেউলাবাড়ী ইউনিয়নের রতন বরিশ গ্রামের হযরত আলীর ছেলে চাঁন মিয়া(৩৪)।

আহত হয়েছেন ৮জন।আহতরা হলেন ঘাটাইল উপজেলা চেরাভাঙ্গা গ্রামের ওমর ফারুক (১৯) ঝুনকাইল গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে শামিম আহমেদ(২৮),পাকুল্লা বরুরিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে সেলিম(২০) পাকুটিয়া গ্রামের শ্রাবন্তি কিরিটি(৩৫) প্রশান্ত কিরিটি(৪০) গোপালপুর উপজেলার বন্ধ মাহমুদপুর গ্রামের তুলা মিয়ার ছেলে বিল্লাল হোসেন(২৫) মধুপুর গাংগাইর গ্রামের জোবেদ আলীর ছেলে জহুরুল (৫০), মধুপুর উপজেলা গোলাবাড়ী গ্রামের মৃত সোবাহান আলীর ছেলে খোকন(৩৫)। আহতদের মধ্যে জহিরুল কে ঢাকা পঙ্গু হাসাপাতাল ওমর ফারুক কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হ্সাপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়।

পুলিশ,ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শহিদুল ইসলাম খোকন ও প্রত্যক্ষদর্শীরা জানায় ঘাটাইল থেকে যাত্রী বোঝাই একটি মাহেন্দ্র মধুপুরের উদ্দেশ্যে রওনা দেয়। ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের উপজেলার দেউলাবাড়ী নামক স্থানে পৌছালে ঢাকা অভিমুখে বিপরীত দিক থেকে আসা দ্রতগামী একটি ট্যাংক-লরি নিয়ন্ত্রন হারিয়ে মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় লরিটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজে অংশ নেয় ।এ সময় ধনবাড়ী উপজেলা বর্ণি গ্রামের শফিকুল ইসলাম(৫৫) ঘটনা স্থলে নিহত হয়।রতন বরিশ গ্রামের হযরত আলীর ছেলে চাঁন মিয়া মুমুর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এ বিষয়ে ঘাটাইল থনার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আবু সালাম মিয়া দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান নিহতদের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বার্তা বাজার/জে আই