ঢাকার কেরানীগঞ্জে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাংচুর এবং নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ মে) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের কার্যালয়ের সামনের সড়কে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুনের সঞ্চালনায় ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা কেরানীগঞ্জের মাটিতে বিএনপির আর কোন কর্মসূচি বাস্তবায়ন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশ শেষে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ এর নেতৃত্বে কার্যালয়ের সামনে থেকে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়। পরে কদমতলী গোলচত্বর হয়ে মিছিলটি চুনকুটিয়া শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় আওয়ামীলীগ ও তাদের অঙ্গ সংগঠনে নেতাকর্মীরা খালেদা জিয়া, তারেক রহমান, নিপুন রায়সহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হুশিয়ারিমূলক বিভিন্ন স্লোগান দেয়।

এতে অন্যানের মধ্যে শুভাঢ্যা ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন, জিনজিরা ইউনিয়ন চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, আগানগর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, দক্ষিন কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিরাজুর রহমান সুমনসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে দেশের শান্ত পরিবেশকে অস্থিতিশীল করতে বিএনপি পরিকল্পিতভাবে আওয়ামী লীগের পার্টি অফিসে নেক্কারজনক হামলা চালিয়েছে। হামলায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় তার ছেলের বউ নিপুন রায় ও মোজাদ্দেদ আলী বাবু সরাসরি জড়িত। তাদের নির্দেশেই আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলার দুঃসাহস দেখিয়েছে তাদের নেতাকর্মীরা। আগামীতে বিএনপি এমন দুঃসাহস দেখালে এর দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।

বার্তাবাজার/এম আই