পটুয়াখালী পৌর সভার ৩নং ওয়ার্ডের মিঠাপুকুর সংলগ্ন পুরান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ নিঃস্ব অসহায় ৫০ পরিবারের মাঝে ব্যক্তিগতভাবে দুইলক্ষ টাকা আর্থিক সহায়তা দিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার।
শনিবার (২৭ মে) বিকালে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করে টাউন উচ্চ বিদ্যালয়ের হল রুমে ক্ষতিগ্রস্থদের হাতে এ সহায়তায় তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাফর উল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি সালাম মোল্লা, মিরাজুল হক মিন্টু, মোঃ কামরুজ্জামান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির মাহমুদ সেলিম, মশিউর রহমান রেজা, সালাম প্যাদা, ইসাহাক মোল্লা, সাংগঠনিক সম্পাদক অলিউল ইসলাম বশির, সাংগঠনিক সম্পাদক আঃ হক স্বপন, সহ-সাংগঠনিক সম্পাদক নাসির মোল্লা, দুমকি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মামুন হাওলাদার, স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ সালাউদ্দিন বাবু, জাতীয় যুব সমাজের সভাপতি কামরুল ইসলাম কামির, সহায়তা কমিটির সদস্য সচিব মহিলা কাউন্সিলর নাহিদা আক্তার পারুল, অভিলাষ কর্মকার, সুরুজিৎ দাসসহ জাতীয় পার্টির নেতা-কর্মীরা।
পরে কেন্দ্রীয় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাড়ানো আমাদের প্রতিটি মানুষের কর্তব্য। তাই সমাজে যারা বিত্তবান আছে তাদের এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।
বার্তাবাজার/এম আই