রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ ৪ দিনের ব্যক্তিগত সফরে তার নিজ জেলা পাবনায় আসবেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর পাবনায় এটি তার তৃতীয়বার সফর। রোববার বঙ্গভবনের নির্ভরযোগ্য সূত্র রাষ্ট্রপতির সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রমতে, রাষ্ট্রপতি সোমবার (১৫জানুয়ারি) বেলা ১২টায় হেলিকপ্টারে পাবনার শহিদ আমিনউদ্দিন স্টেডিয়ামে অবতরণ করবেন এবং সরাসরি উঠবেন পাবনা সার্কিট হাউজে।

রাষ্ট্রপতি আগমনী উপলক্ষে শহর জুড়ে ব্যানার ফেস্টুন সুউচ্চ গেটসহ সেজেছে বর্ণির সাজে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

এবারের সফরের সূচি অনুযায়ী, রাষ্ট্রপতি তার নিজ বাড়িতে সময় কাটানো, শহরের কেন্দ্রীয় গোরস্থান আরিফপুরে মা-বাবার কবর জিয়ারত, ডায়াবেটিক হাসাপাতালসহ তার দীর্ঘদিনের পরিচিত আড্ডার জায়গাগুলোতে সময় কাটাবেন। এছাড়াও পাবনা প্রেস ক্লাবেও তিনি যে কোনোদিন সময় কাটাবেন।

এদিকে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে পাবনা জেলা প্রশাসন যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে। রোববার জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ১৮ জানুয়ারি রাষ্ট্রপতি ঢাকায় ফিরবেন।

বার্তাবাজার/এম আই