দু’এক মাসের মধ্যেই পাওনাদারদের লেনদেন এবং অর্ডার সংক্রান্ত নতুন অ্যাপের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল। শনিবার (১৩ জানুয়ারি) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

রাসেল জানান, গ্রাহক, মার্চেন্ট মিলিয়ে ইভ্যালির ঋণ ৫০০ কোটি টাকা, যার মধ্যে সাধারণ গ্রাহকরা পাবেন ৩৫০ কোটি, মার্চেন্টরা পাবেন ১৫০ কোটি টাকা।

তিনি বলেন, ‘বিগ ব্যাং’ অফারের মাধ্যমে আমরা গ্রাহকদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। নতুন অর্ডারের কিছুই ফেল করিনি, অভিযোগও নেই। পণ্যের গুনের মানে আপোস করা হবে না বলে আশ্বস্ত করেছেন তিনি। বলেন, গ্রাহকের কোনো পণ্য পছন্দ না হলে সরাসরি ফেরত নেবে ইভ্যালি। কুরিয়ার চার্জসহ সম্পূর্ণ অর্থ গ্রাহককে ফেরত দেওয়া হবে।

বার্তা বাজার/জে আই