দীর্ঘ প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর আজ আবার খুলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। গত ২৮ অক্টোবর সমাবেশের পর সংঘর্ষের ঘটনার পর বন্ধ করা হয়েছিল দলটির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়। এরপর থেকেই ছিল বন্ধ। আজ (১১ জানুয়ারি) আবারও কার্যালয় খুলে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বিএনপি জানিয়েছে, ৭ জানুয়ারির নির্বাচন বিষয়ে সংবাদ সম্মেলন করচে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ১১ জানুয়ারি বেলা ৩টা, নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসে হবে এই সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপি স্হায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আরও উপস্থিত থাকবেন, বিএনপি স্হায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান।

এর আগে গত ২৮ অক্টোবর নয়াপল্টন এলাকায় মহাসমাবেশ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এরপর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বন্ধ রয়েছে। গত ৭ জানুয়ারি ৭১ দিন পর খোলা হয় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়। এবার খুলে গেল কেন্দ্রীয় কার্যালয়ও।

বার্তা বাজার/জে আই