ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি ও মাংসের মধ্যে পোকা পাওয়ায় মোঃ মাইনুদ্দিন (৩৫) নামের এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (২৭ মে) দুপুর ১টার সময় পৌর শহরের সড়ক বাজারে গরুর মাংসের দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, একজন ক্রেতা সকালে মাংসের দোকান থেকে মাংস ক্রয় করে বাড়িতে নিয়ে গেলে মাংসের মধ্যে ছোট ছোট মাছির ডিমের পোকা দেখা যায়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করলে, তিনি তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করার জন্য একটি টিম ঘটনাস্থলে প্রেরণ করেন।
একই সময় সড়ক বাজারে আরো অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ রাখার দায়ে এক ঔষুধ ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেন। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে এক হোটেল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, আমরা একজন ক্রেতার অভিযোগ পেয়ে সাথে সাথে অভিযুক্ত মাংসের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করি, এসময় অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি ও মাংসের মধ্যে মাছির ডিমের পোকা পাওয়ায় ভোক্তা অধিকার আইনে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় এক ঔষুধ ব্যবসায়ীকে ২ হাজার টাকা ও এক খাবার হোটেল কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়ে। আমাদের এ রকম অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
অভিযানের সময় এ সময় উপস্থিত ছিলেন, স্যানেটারি ইন্সপেক্টর রফিকুল ইসলাম, আখাউড়া থানা এস আই মহিন উদ্দিন।
বার্তাবাজার/এম আই