নওগাঁর রাণীনগরে গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৯ জানুয়ারি) সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের ২৬ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কর্তৃক সেখানকার শীতার্ত মানুষের মাঝে ৪০০টি কম্বল বিতরণ করা হয়।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাপ্রধানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাড়াও নানান জনসেবামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় নওগাঁর রাণীনগরে শীতার্ত স্থানীয়দের মাঝে কম্বল বিতরণ করেন জিওসি ১১ পদাতিক ডিভিশন ও বগুড়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন।

এ সময় উপস্থিত ছিলেন ২৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. রশিদুল ইসলাম এবং ৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মাহমুদুজ্জামান। স্থানীয়রা সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।