সমুদ্রপথে মালয়েশিয়া পাচারকালে কক্সবাজারের টেকনাফ থেকে নারী ও শিশুসহ ১৯ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এসময় পাচার কাজে জড়িত থাকার অভিযোগে চার দালালকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৬ মে) রাত পৌনে ১০টার দিকে কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া আমিন শরীফের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। এদের মধ্যে ৬ জন করে নারী ও পুরুষ এবং ৭জন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।

ধৃত চার দালাল হলো- জাহিদ (৩০), জামাল (৩৮), হাজেরা (৫০) ও ইউনুছ (২৪)।

ওসি জানান, মালয়েশিয়া পাচারের জন্য ১৯ রোহিঙ্গা নাইট্যংপাড়া আমিন শরিফের বাড়িতে অবস্থান করছে এমন গোপনে সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এসময় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে ৪ দালালকে গ্রেফতার করা হয়।

আইনী প্রক্রিয়া শেষে ধৃতদের আদালতে প্রেরান করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

বার্তা বাজার/জে আই