ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সরাইল উপজেলার বাড়িউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে জাল ভোট দিতে এসে দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার বাড়িউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে থেকে তাদের আটক করা হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, সরাইল উপজেলার বারিউড়া গ্রামের নজব আলীর ছেলে মনির খান (৩৫) ও একই গ্রামের দারু মিয়ার ছেলে ওয়াসিম (১৮)।
প্রিজাইডিং অফিসার আব্দুস সালাম ঘটনার সততা নিশ্চিত করে বলেন, সকাল ১১টার দিকে বাড়িউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই দুই যুবক কেন্দ্রে প্রবেশ করে জাল ভোট দিতে চেষ্টা করলে তাদের আটক হন। এর পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। দণ্ডপ্রাপ্তদের পরে সরাইল থানা পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো ব্যবস্থা করা হয়েছে।
বার্তা বাজার/জে আই