ঝিনাইদহে জনপ্রিয় কৃষক‌নেতা মাস্টার ইমান আলীর ১৫তম মৃত্যু বা‌র্ষিকী‌ পালিত হয়য়েছে। এ উপলক্ষ্যে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি দিনব্যাপী বিস্তারিত কর্মসুচি গ্রহন করে।

কর্মসুচির অংশ হিসেবে কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামে প্রয়াত নেতার সমাধিতে পুষ্পমাল্য অর্পন, এক মিনিট নিরবতা পালন ও শপথ পাঠ করা হয়। শপথ বাক্য পাঠ করান কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুল হক লিকু। এরপর মল্লিকপুর বটতলায় সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এক স্মরণ সভায় বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ঝিনাইদহ জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি তোজাম্মেল হোসেন, কৃষক সংগ্রাম সমিতির জেলা সভাপতি ডাঃ ওলিয়ার রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি আব্দুস সালাম শাহ ও কালীগঞ্জের কৃষকনেতা আতিয়ার রহমান প্রমুখ।

সভাটি পরিচালনা করেন মানবেন্দ্র দাস মিন্টু। স্মরণসভায় সারের বর্ধিতমূল্য প্রত্যাহার, ধানের ন্যায্যমূল্য প্রদান, সরাসরি কৃষকের নিকট থেকে ধান ও চাল ক্রয়, ভূমিহীন গরীব কৃষকদের রেশন এবং সকল কৃষককে কৃষি কার্ড প্রদানসহ ১২ দফা দাবিতে কৃষকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্ববান জানানো হয়।

বার্তা বাজার/জে আই