কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের উখিয়া উপজেলায় স্ব-স্ব কেন্দ্রে ভোটের সরঞ্জামের পর সকাল ৭ টায় ব্যালেট পেপার পৌছেছে। ভোর ৫ টা থেকে উখিয়া উপজেলা পরিষদ কার্যালয় থেকে ব্যালেট পেপার বিতরণ করা হয়। পরে ম্যাজিস্ট্রেট, বিজিবি ও পুলিশের তত্ত্বাবধানে ব্যালেট পেপার কেন্দ্রে পৌঁছানো হয়।
কক্সবাজার-৪ (উখিয়া -টেকনাফ) আসনে ভোটার ৩ লাখ ২৬ হাজার ৯৭১ জন। পুরুষ ভোটার ১ লাখ ৬৭ হাজার ১৪১ জন। মহিলা ভোটার ১ লাখ ৫৯ হাজার ৮২৮ জন। কেন্দ্র ১০৪টি। বুথ রয়েছে ৬৯৪টি। এতে পুরুষ বুথ ৩৪৯টি। মহিলা বুথ ৩৪৯টি বুথ।
তৎ মধ্যে উখিয়া উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৪৯ হাজার ৩১২ জন। পুরুষ ভোটার ৭৭ হাজার ৪৭ জন এবং মহিলা ভোটার ৭২ হাজার ২৪৫ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র ৪৭টি।
টেকনাফ উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৭৭ হাজার ৬৫৯ জন। পুরুষ ভোটার ৯০ হাজার ৯৪ জন এবং মহিলা ভোটার ৮৭ হাজার ৫৬৩ জন। হিজড়া ভোটার ২ জন। কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা ছাড়া আর কোথাও হিজড়া ভোটার নাই। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র ৫৭ টি।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) মোট প্রার্থী ৭ জন। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল বশর (ঈগল), আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার (নৌকা), জাতীয় পার্টির নুরুল আমিন সিকদার ভুট্টো (লাঙল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ফরিদুল আলম (আম), তৃণমূল বিএনপির মুজিবুল হক মুজিব (সোনালী আঁশ), ইসলামি ঐক্যজোটের মোহাম্মদ ওসমান গনি চৌধুরি (মিনার) ও বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ ইসমাইল (ডাব)।
বার্তা বাজার/জে আই