রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জমাদি। প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে সকাল থেকেই মালামাল নিতে দেখা গেছে নির্দিষ্ট কেন্দ্র থেকে। দুর্গম এলাকা ছাড়া কোন কেন্দ্রেই দেয়া হচ্ছে না ব্যালট পেপার।

রবিবার সকাল ৮টা থেকে একযোগে শুরু হবে ৪২ হাজারের বেশি কেন্দ্রের ভোট গ্রহন। ২ হাজার ৯৬৪ টি দুর্গম কেন্দ্র ছাড়া বাকি কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছানো হবে রোববার। কেন্দ্রগুলোতে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সব কেন্দ্র মিলে নিরাপত্তায় যোগ দিয়েছে প্রায় সাড়ে সাত লাখ সদস্য।

শনিবার সকাল থেকেই নির্দিষ্ট কেন্দ্র থেকে বিতরণ করা হয় ভোটের সরঞ্জমাদি। প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে কড়া নিরাপত্তায় সব বুঝে নেন তারা। নির্বাচনের সরঞ্জাম প্রদান করে দায়িত্বরত অফিসার বলছেন, বেশিরভাগ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরাই নিয়ে গেছেন সরঞ্জাম।

আনুষ্ঠানিক প্রচার শেষ হলেও কেন্দ্রেগুলোতে বিভিন্ন প্রার্থীরা পোলিং এজেন্ট চূড়ান্তকরণে ব্যাস্ত সময় পার করছেন।

বার্তা বাজার/জে আই