দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার ২টি সংসদীয় আসনের ভোট গ্রহণের জন্য ব্যালট বাক্সসহ নানা নির্বাচনী উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ কার্যালয় থেকে এ উপকরণ সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন। এছাড়া জেলার শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলা পরিষদ থেকে নির্বাচনী উপকরণ সরবরাহ করা হয়েছে।
জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, জেলার ২টি সংসদীয় আসনে মোট ২৯৫টি ভোট কেন্দ্রে ৭ লাখ ৮৭ হাজার ৯১৯ জন ভোটার তাদের ভোট রয়েছে। এর মধ্যে
মাগুরা-১ আসনে ১৫২টি কেন্দ্রে ২ লাখ ৮৬১ জন পুরুষ ও ১লাখ ৯৯ হাজার ৬২১ মহিলা ভোটার এবং ২ জন হিজড়াসহ মোট ৪ লাখ ৪৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার
প্রয়োগ করবেন।
অপর দিকে মাগুরা-২আসনে ১৪৩টি ভোট কেন্দ্রে ১ লাখ ৯৭ হাজার ৩৪৩ জন পুরুষ ভোটার ও ১ লাখ ৯০ হাজার ৮৯ জর মহিলা ভোটার এবং ৩ জন হিজড়াসহ মোট ৩ লাখ ৮৭ হাজার ৪৩৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান, সংসদীয় আসন ৯১ মাগুরা-১ ও ৯২ মাগুরা-২ আসনের সকল নির্বাচনী কার্যক্রম জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের বেগের নেতৃত্বে সম্পন্ন হয়েছে। ব্যালট পেপার ব্যতীত যাবতীয় নির্বাচনী উপকরণ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় হতে বিতরণ করা হয়েছে। নির্বাচনের দিন সকাল ৬ টার মধ্যে ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছে দেয়া হবে। আশা করছি জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তার নেতৃত্বে আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবো।
নির্বাচনে সার্বিক নিরাপত্তার বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ মশিউদ্দৌলা রেজা জানান, নির্বাচনের সার্বিক নিরাপত্তায় জেলায় মোট ৫ হাজার ৬৮ জন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করছেন। এর মধ্যে পুলিশ সদস্য ৯৮৫ জন, আনসার সদস্য ৩ হাজার ৬০৪জন, সেনাবাহিনীর সদস্য ৩২০ জন, বিজিবি সদস্য ১০০ জন ও র্যাব সদস্য রয়েছেন ৩৭ জন। এছাড়া ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।
বার্তাবাজার/এম আই