চট্টগ্রাম ১১ আসনের ৩৮ নং ওয়ার্ডে নিশ্চিন্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনা।
শনিবার (০৬ জানুয়ারি) ভোর ৫টার দিকে নগরীর বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ড ধুপপুল এলাকায় বিদ্যালয়টিতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস বন্দর স্টেশনের সিনিয়র অফিসার মোঃ শামীম মিয়া জানান, নগরীর ৩৮ নং ওয়ার্ড দক্ষিণ মধ্যম হালিশহর আনন্দ বাজার এলাকার নিশ্চিন্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককের কক্ষে ভোর ৫টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পৌঁছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ তদন্তসাপেক্ষে জানা যাবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনের এই ভোটকেন্দ্রে ভোটার ৩ হাজার ২৯২ জন।
বার্তাবাজার/এম আই