আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে তল্লাশি কার্যক্রম জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব-১০)।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ যেন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, সেজন্য র্যাব-১০ তার নিয়ন্ত্রণাধীন এলাকার মাঝে সন্দেহভাজন এলাকায় তল্লাশি কার্যক্রম জোরদার করেছে, চেকপোস্ট এবং চিরুনি অভিযান পরিচালনা করছে।
বার্তাবাজার/এম আই