পটুয়াখালী পৌর শহরের ৩ নং ওয়ার্ডের মিঠাপুকুর সংলগ্ন পুরান বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫০ পরিবারে একাদশ জাতীয় সংসদের ১১১ পটুয়াখালী-১ আসন হতে নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতি মন্ত্রী এড. মো. শাহজাহান মিয়া ২০২২-২০২৩ অর্থ বৎসরে তার অনুকূলে ঐচ্ছিক তহবিলের পাঁচ লক্ষ টাকা অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠিত।
বৃহষ্পতিবার (২৫ মে) বিকাল ৫টায় অগ্নিকাণ্ড ঘটনার সন্নিকটে টাউন উচ্চ বিদ্যালয়ের হলরুমে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সদস্য এড. রাধা কিশোর সদাইর উপস্থাপনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৫০ পরিবারের প্রতিজনের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া এমপি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্যের সহধর্মীনি মমতাজ শাহজাহান, জেলা জাসদের সাধারণ সম্পাদক শ ম দেলোয়ার হোসেন দিলিপ, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক একেএম কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. তারিকুজ্জামান মনির, জেলা যুবলীগের সাবেক সভাপতি এড. আরিফুজ্জামান রনি, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, কাউন্সিলর জাহিদ হোসেন, মহিলা কাউন্সিলর নাদিরা আক্তার পারুলসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এ চেক বিতরণ কার্যক্রমে সার্বিকভাবে দায়িত্ব পালন করেন সদর উপজেলার পিআইও মোঃ রফিকুল ইসলাম এ এমপির ব্যক্তিগত সহকারী এড. লিটন।
বার্তাবাজার/এম আই