নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. নাসির উদ্দীন রানা ঢোল প্রতীকে বিজয়ী হয়েছেন।

নেত্রকোণা সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার হোসনে আরা স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারী ফলাফল সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (২৫ মে) নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউপি উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. নাসির উদ্দীন রানা (ঢোল) প্রতীকে ৩৩৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুর রহমান মাস্টার (নৌকা) প্রতীকে ২৮৭৯ ভোট পেয়েছেন। অন্যান্য স্বতন্ত্র প্রার্থী খন্দকার আজিজুর রহমান মাজহারুল (আনারস) প্রতীকে ২৪৩৪ ভোট, মোখলেছুর রহমান দৌলত মিয়া (ঘোড়া) প্রতীকে ১৭২১ ভোট পেয়েছেন।

সূত্রে আরো জানা যায়, এই ইউনিয়নে মোট ভোটার হচ্ছে ১৬ হাজার ৯ শত ৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৫ শত ৮৫ জন, আর মহিলা হচ্ছে ৮ হাজার ৪ শত ৯৭ জন। সকাল ৮টা থেকে ১০টি কেন্দ্রে একযুগে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে বৈধ ভোটের সংখ্যা ১০ হাজার ৪ শত ১৩ জন।

দক্ষিণ বিশিউড়া ইউপি উপনির্বাচনে এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠানের জন্য প্রতিটি কেন্দ্রে বিপুল সংখ্যক আনসার, পুলিশ মোতায়েনসহ স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি ও র‌্যাব সার্বক্ষণিক টহল অব্যাহত ছিল।

উল্লেখ্য, বিএনপি সমর্থিত বর্তমান চেয়ারম্যান সেলিম আজাদ সেলিম গত ১৩ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় এই ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বার্তাবাজার/এম আই