ঢাকার সাভারে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ৩০০ বাসাবাড়িতে নেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। সোমবার (১ জানুয়ারি) দিনব্যাপী পরিচালিত অভিযানে আশুলিয়ার মাতবর বাড়ি এবং টঙ্গাবাড়ি এলাকায় আনুমানিক এক কিলোমিটার ব্যাপী নেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়।

তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমউদ্দিন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ পাইপলাইন ও রাইজার জব্দ করা হয়।

এব্যাপারে প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমউদ্দিন গণমাধ্যমকে জানান, আজ (সোমবার) সকাল থেকে শুরু করে আশুলিয়ার মাতবর বাড়ি ও টঙ্গাবাড়ি এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে একটি অবৈধ চক্র তিতাসের হাই-প্রেসার এবং লো-প্রেসার উভয় লাইন থেকে সম্পূর্ণ অবৈধ এবং ঝুঁকিপূর্ণ ভাবে নিম্নমানের পাইপ ও ফিটিংস ব্যবহার করে বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস সংযোগ প্রদান করেছে। আমরা আজকের অভিযানে আনুমানিক এক কিলোমিটার ব্যাপী তিনশত বাসাবাড়িতে নেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছি। এসময় অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত পাইপ ও রাইজারগুলো জব্দ করা হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে এসময় আরও উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, উপ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান, উপ-সহকারী প্রকৌশলী তৌহিদুল ইসলাম প্রমুখসহ তিতাসের কারিগরি টিমের সদস্যগণ।

বার্তাবাজার/এম আই