ভোটের ফলাফল আটকে রাখার অভিযোগ তুলেছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। তিনি রিটার্নিং কার্যালয়ে এসে এ অভিযোগ করেন।

জাহাঙ্গীর দাবি করে বলেন, তার মা বিজয়ী হয়েছেন। কোনো ষড়যন্ত্র মানা হবে না বলেও জানান তিনি।

জাহাঙ্গীর বলেন, প্রত্যেক আসনে আমার মা জয় লাভ করেছেন। এটা নিয়ে কোনো ঝামেলা করলে অমরা মানব না।

জাহাঙ্গীর বলেন, ইভিএমে ভোট শেষ হয়েছে ৪টায়। এতক্ষণ ফলাফল দিতে লাগে না। সব কেন্দ্রের কাউন্সিলরদের ফলাফল দেওয়া হয়েছে।

সিসিটিভির ফুটেজ দেখবেন বলে জানিয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

 

বার্তাবাজার/এম আই