পীরগঞ্জের এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজি, ভাংচুর ও ছিনতাইয়ের মামলা করেছেন এক ব্যবসায়ী। মামলাটি হয়েছে উপজেলার ভেন্ডাবাড়ি ইউপি চেয়ারম্যান ছাদেকুল ইসলামের বিরুদ্ধে। মামলা নং- সি আর -২৪২/২৩।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান ছাদেকুল ইসলাম ইউপি সদস্য মেজবাউর রহমানকে দিয়ে অত্র ইউনিয়নের বেহবতপুর গ্রামের মৃত আলহাজ্ব মোসলেম উদ্দিনের পুত্র শারিরীক প্রতিবন্ধী ও মিল চাতাল ব্যবসায়ী গোলাম মোস্তফার নিকট ৩০,০০০/= টাকা চাঁদা দাবি করেন। এতে ওই প্রতিবন্ধী ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও চৌকিদারসহ রাস্তার সীমানার অজুহাতে কোন নোটিশ ছাড়াই প্রতিবন্ধী ব্যবসায়ীর মিল চাতালের সীমানা প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দেন।এতে প্রায় ওই ব্যবসায়ীর ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়।

নিরুপায় প্রতিবন্ধী উপায় না পেয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট চেয়ারম্যানের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা পীরগঞ্জ থানা পুলিশকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেও পীরগঞ্জ থানা পুলিশ বিষয়টি ধামাচাপার চেষ্টা করেন বলে অভিযোগ প্রতিবন্ধী ব্যবসায়ীর। পরে বিষয়টি বিভিন্ন স্থানীয় সংবাদপত্রে উঠে আসলে ইউপি চেয়ারম্যান ছাদেকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে তার লোকজনসহ পুনরায় গত ০৬ মে তারিখে প্রতিবন্ধী গোলাম মোস্তফার মিল চাতালে গিয়ে ভাঙচুর সহ গোলাম মোস্তফাকে মার ডাং করেন। এতে গোলাম মোস্তফার স্ত্রী বাধা দিতে গেলে তাকেও টানা হেচড়া করে শ্রীলতা হানির ঘটনা ঘটায় এবং প্রতিবন্ধী ব্যবসায়ীর একটি এন্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান ইউপি চেয়ারম্যান ও তার লোকজন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা হলে তিনি বলেন -তার সীমানা প্রাচীরটি সরকারি রাস্তায় পড়ায় সিমানা প্রাচীরটি ভেঙ্গে দেওয়া হয়েছে। ছিনিয়ে নেয়া মোবাইলটি একদিন পর তাকে ফেরত দেয়া হয়েছে।

বার্তা বাজার/জে আই