ঈদুল ফিতরকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের বড় বড় শপিংমলগুলো সেজেছে অপরূপ সাজে। পাশাপাশি বিপণিবিতানে দেশীয় মালিকানাধীন ব্র্যান্ডিং কোম্পানিগুলো প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু করেছে বিশেষ ঈদ অফার। এতে দোকানগুলোতে এখন প্রবাসীদের উপচে পড়া ভিড়।

ঈদকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে বেড়েছে প্রবাসীদের কেনাকাটা। বিত্তশালীদের পছন্দের তালিকায় বরাবরই থাকে ব্র্যান্ডের পোশাক। তবে মধ্যবিত্ত প্রবাসীদের কথা চিন্তা করে এবার বাংলাদেশি মালিকানাধীন ব্যান্ডিং কোম্পানিগুলো ঈদ উপলক্ষে দিয়েছে বিশেষ মূল্য ছাড়।

এতে গুণগত মানের ডিজাইন, সাশ্রয়ীমূল্য সবকিছু মিলিয়ে বাংলাদেশি পণ্য আকর্ষণীয় হয়ে উঠেছে গ্রাহকদের কাছে। দোকানগুলোতে বাড়ছে ক্রেতা সমাগম। তবে দুবাইয়ের ঈদ বাজারে দেশিয় উন্নত মানের পাঞ্জাবি না পাওয়ায় কিছুটা হতাশ প্রবাসীরা।

ক্রেতারা বলেন, দোকানগুলোতে বেশ সাশ্রয়ীমূল্যে পাওয়া যাচ্ছে ঈদের পোশাক। পাশাপাশি মিলছে ডিসকাউন্ট।

এদিকে দুবাইয়ের বিখ্যাত শপিংমলগুলোতে নামকরা ব্র্যান্ডিং কোম্পানিগুলোর সঙ্গে পাল্লা দিচ্ছে বাংলাদেশের দুটি কোম্পানি।

বিক্রেতারা বলেন, প্রবাসীরা যাতে সুলভ মূল্যে পণ্য ক্রয় করতে পারে সেজন্য বিভিন্ন পণ্যে মূল্যছাড় দেয়া হচ্ছে। পাশাপাশি বিশ্বের উন্নত ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে ক্রেতাদের পোশাক সরবরাহের চেষ্টা চলছে।

ঈদ উপলক্ষে বাংলাদেশ থেকে কাপড়-চোপড় আমদানির পাশাপাশি জুতাও আমদানি করছে ‍দুবাইয়ের অনেক প্রতিষ্ঠান।