সারাদেশের মত নারায়গঞ্জেও জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। নারায়ণগঞ্জে ৫টি আসনের মধ্যে আলোচনায় নারায়নগঞ্জ-১ তথা রূপগঞ্জ উপজেলা। এই উপজেলায় সংসদ সদস্য প্রার্থীর মধ্যে আলোচনায় রয়েছেন নৌকা প্রতীকে গোলাম দস্তগীর গাজী ও কেতলী প্রতীকে শাহজাহান ভূইয়া। তারা দুজনই একে অপরের বিরুদ্ধে ক্যাম্প পোড়ানোর পাল্টাপাল্টি অভিযোগ এনেছেন।
শনিবার দিন ব্যাপি নির্বাচনী প্রচার প্রচারণা চালান এই আসনের দুই হেভিওয়েট প্রার্থী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উভয় প্রার্থী একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনসহ ক্যাম্প পোড়ানোর অভিযোগ করেন।
সংসদ নির্বাচন ঘিরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ জুড়ে ছেয়ে গেছে পোস্টার ব্যানারে। সকলা থেকেই প্রার্থী ও তার কর্মী সমর্থকরা প্রচার প্রচারণা চালাচ্ছেন। ভোটরদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। পাশাপাশি ৭ জানুয়ারি ভোটের দিনে ভোটরদের কেন্দ্রে যেতে উৎসাহিত করেন তারা।
ক্ষমতাসীন দলের প্রার্থী গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে ক্যাম্প পোড়ানোর অভিযোগ করে কেতলী প্রতীকের প্রার্থী শাজহান ভুইয়া বলেন, আমরা প্রশাসনের উপস্থিতিতে নাওরা এলাকায় প্রচারণা শেষ করে এসেছি। এর কিছুক্ষণ পরই দুবৃত্তরা নৌক প্রতীকের একটি ক্যাম্প পুড়িয়ে দেয়। এরপর তারা আমাদের বিরুদ্ধে ক্যাম্প পোড়ানের অভিযোগ তুলেন। এর পুরোটাই সাজানো নাটক ও মিথ্যাচার। বড়ং তারা দাউদপুর ইউনিয়নে আমার একটি নির্বাচনী ক্যাম্প পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দিয়েছে।
এদিকে সকল অভিযোগ উড়িয়ে দিয়ে নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজী বলেন, আজকে যারা হারবে নিশ্চিত, তারাই গন্ডগোল করছে। যারা জণগনের ভোটের প্রতি আস্থা রাখে এবং বিজয়ের প্রতি আত্মবিশ্বাসি, তারা কখনোই গন্ডগোল করে না। তারা কালনীতে আমাদের একটি ক্যাম্প পুড়িয়ে দিয়েছে। সেখানকার ৩-৪জন নৈশপ্রহরী এই ঘটনার প্রত্যক্ষদর্শী। তাদের বড়াতে জানা গেছে ৩-৪টি মটরসাইকেল করে এসে শাজাহন চেয়ারম্যানের লোক ক্যাম্প পুড়িয়ে দেয়।
দিন শেষে নির্বাচনী আমেজ থেকেই ভোটের দিন সুষ্ঠু পরিবেশে ভোট প্রদান করতে চান রূপগঞ্জের ভোটররা। ভোট প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করতে চান তারা।
বার্তা বাজার/জে আই