নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী এ কে এম শামীম ওসমান বলেছেন, আকাশে শকুন উরছে। ওরা যেকোন সময় থাবা দিতে পারে। আমাদের নারায়ণগঞ্জবাসীকে প্রধানমন্ত্রী ভালবাসেন বলেই তিনি শেষ সমাবেশ ঢাকায় না করে নারায়ণগঞ্জে করবেন। আমাদের মনে রাখতে হবে, আমরা যারা আওয়ামী লীগের কর্মী তারাই শেখ হাসিনার সবচেয়ে শক্তিশালী ভ্যানগার্ড।
শনিবার দুপুরে ফতুল্লার নম পার্কে আগামি ৪ জানুয়ারি প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান নেতকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের মনে রাখতে হবে জাতীর পিতার কন্যা আমাদের ভবিষ্যৎ। মিটিং থেকেও গুরুত্বপূর্ণ হল তার নিরাপত্তা নিশ্চিত করা। নিরাপত্তা রক্ষায় প্রশাসন কাজ করবে। আমাদেরও সতর্ক থাকতে হবে। মনে রাখবেন আমরা যারা আওয়ামীলীগার তারাই প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় ভ্যানগার্ড।
সট: শামীম ওসমান, নৌকা প্রতীকের প্রার্থী, নারায়ণগঞ্জ-৪।
প্রস্তুতি সভায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল সহ জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/জে আই