ঢাকার কেরানীগঞ্জে সুটকেসে বন্দি অবস্থায় এক অজ্ঞাত নারীর (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে বাস্তা ইউনিয়নের ভাওয়ারভিটি এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা একটি নীল রংয়ের সুটকেসের মধ্য থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকালে হাঁটার সময় তারা একটি নীল রংয়ের স্যুটকেসের ভেতর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তারা থানায় খবর পুলিশ তা উদ্ধার করে।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’
বার্তা বাজার/জে আই