নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের প্রভাবশালী নেতা শামীম ওসমানের সাথে একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন বাংলাদেশ লিবারেল ইসলামিক জোটের সুপ্রিম পার্টির পদপ্রার্থী সেলিম আহমেদ।
আগামী ৭ ই জানুয়ারি আসন্ন দাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার লক্ষ্যে নারায়ণগঞ্জ-৪ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে আসছেন তিনি।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সোমবার বিকাল ৪ ঘটিকায় নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকা থেকে শুরু করে সস্তাপুর, ক্যামব্রিয়ান স্কুল, জেলখানা, নতুন কোর্ট, মেট্রো গার্মেন্টস রোডে প্রায় ৬ থেকে ৭ হাজার কর্মী নিয়ে ঘুরে গণসংযোগ করেন তিনি।
এর আগে গত শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে রামারবাগ এলাকায় নির্বাচনি প্রচারনার সময় একতারা প্রতিকের পদপ্রার্থী সেলিম আহাম্মেদ ও তার কর্মী দের উপর এক দল লোক ওতর্কিত হামলা চালায়, এসময় সেলিম আহাম্মেদ সহ বেশ কয়েক জন কর্মী আহত হয়।
বার্তা বাজার/জে আই